চট্টগ্রামের মিরসরাইয়ে জিপিএ-৫ পেয়েছে মোট ১৭৬ জন
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
রোববার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে ফলাফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে সকাল ১০টার দিকে গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ সব শিক্ষাবোর্ডের চেয়ারম্যান।
এ বছর দেশের ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৭৮.৬৪ শতাংশের মধ্যে চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৭৩.৮১ শতাংশ।
মিরসরাই উপজেলায় এইচএসসি পরীক্ষায় পাশের হার ৯২.৪৬% জিপিএ ফাইভ পেয়েছে ১৫৭ জন শিক্ষার্থী।উপজেলার আলিম পরীক্ষার ফলাফলে শতভাগ পাশ।মাদ্রাসা থেকে জিপিএ ফাইভ পেয়েছে ১৯ জন।
এইচএসসি’র ফলাফলে মিরসরাইয়ের কলেজগুলোর ফল:
প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে পাশের হার ৯৯.৩০% যেখানে জিপিএ-৫ পেয়েছেন ৪৪ জন। সর্বোচ্চ জিপিএ ফাইভ পেয়েছে মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ যেখানে পাশের হার ৯৯% জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৬৬ জন। মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে পাশের হার ৯৬.৫৫% সেখানে জিপিএ ফাইভ পায়নি কেউ। মিরসরাই কলেজে এবার পাশের হার ৯৫.০৪% জিপিএ ফাইভ পেয়েছে ১১ জন। নিজামপুর সরকারি কলেজে পাশের হার ৯২.৮৯% জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থী ৩০ জন। বারইয়ারহাট কলেজে পাশের হার ৭৮.৬৭% জিপিএ ফাইভ পেয়েছে ৬জন। আর জোরারগঞ্জ মহিলা কলেজে পাশের হার ৫৯.৩৮% জিপিএ ফাইভ পায়নি কেউ।
আলিম পরীক্ষায় উপজেলায় পাশের হার শতভাগ:
উপজেলার ৮টি মাদ্রাসার ২৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮৫ জন পাশ করছে। সর্বোচ্চ জিপিএ ফাইভ পেয়েছে আবুতোরাব ফাজিল মাদ্রাসা থেকে সেখানে ৮জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে। মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসা থেকে ৬জন, সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসা থেকে ২ জন, গনিয়াতুল উলুম হোসাইনিয়া আলিম মাদ্রাসা থেকে ১জন ও মিঠাছড়া ফাজিল মাদ্রাসা থেকে ১জন।