চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা এবং এক বোতল বিদেশি মদ সহ একজনকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (০৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে বারইয়ারহাট পৌরসভাস্থ ৪নং ওয়ার্ডের কাঁশবন হোটেলের সামনে থেকে মোঃ ইকবাল হোসেনকে আটক করে।
পুলিশ জানায়, তার কাছে ৬ কেজি গাঁজা, এক বোতল বিদেশি মদ সহ তাকে আটক করেছে। ৬ কেজি গাঁজার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা,১ বোতল বিদেশী মদ (হুইস্কি),২ হাজার টাকা।
আসামীর বিরুদ্ধে এসআই হাবিবুর রহমান বাদী হয়ে মাদক আইনে এজাহার দাখিল করলে বিধি মোতাবেক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ শিফাতুল মাজদার জানান, জোরারগঞ্জ থানা পুলিশের ১টি চৌকস টিম মাদক ব্যবসায়ী খোরশেদ আলমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে চালান দেওয়া হয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।