চট্টগ্রামের মিরসরাইয়ে ছড়া ভরাটের অভিযোগে নিজাম উদ্দিনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর দেড়টায় উপজেলার ঢাকা-চট্রগ্রাম পুরাতন রোড়ের জোরারগঞ্জ বাজারের নিকটে গড়তাকিয়া নামক স্থানে এক্সকেভেটর দ্বারা সড়কের পাশে মাটি কেটে নিকটস্থ ছড়া ভরাটের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ মিজানুর রহমান।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ মিজানুর রহমান জানান, সড়কের পাশে মাটি কাটার এস্কেভেটর পাওয়া যায় এবং ঐ স্থানের নিকটবর্তী প্রবাহমান স্বচ্ছ পানির ছড়ায় সড়কের পাশ থেকে কর্তনকৃত মাটি দ্বারা ভরাট করে পানি প্রবাহ বাধাগ্রস্থ করা হয়েছে । উক্ত কাজের সাথে সম্পৃক্ত মো: নিজাম উদ্দিন (৪৫) কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত মো: নিজাম উদ্দিন কে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন,২০১০ মোতাবেক নগদ ২ লাখ টাকা জরিমানা করা হয়।