চট্টগ্রামর মিরসরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৪ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় মিরসরাই সদর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মিঠাছরা উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক, বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল কুদ্দুস। ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মাওলানা নোমান ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সহ- সমাজসেবা সম্পাদক নুরুল করিম।
বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির, মিরসরাই থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা আনোয়ারুল আল মামুন, মিরসরাই পৌর জামায়াতের সভাপতি শিহাব উদ্দিন, হাফেজ মাওলানা একরামুল হক, কামাল উদ্দীন প্রমুখ ।