চট্টগ্রাম 2:37 am, Friday, 8 November 2024
চট্টগ্রাম উত্তরজেলা আমীরসহ ১০৪ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা, গ্রেফতার ৩

মিরসরাইয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল

মিরসরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলের পর গাড়ি ভাংচুর ও মহাসড়কে যানবাহন চলাচলে বাধাগ্রস্থ করার অভিযোগে ৬০জন অজ্ঞাত ৪৪জন এজাহার নামীয়সহ মোট ১০৪ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) ৯নং মিরসরাই ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল আজিজ (২৬) পিতা-মোঃ নুর নবী মামলাটি দায়ের করেন। এ ঘটনায় রাতে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, থানা জামায়াতের প্রশিক্ষন সম্পাদক কাজী আবু বকর, জামায়াত মিরসরাই পৌরসভার সাবেক সভাপতি পিরজাদা কফিল উদ্দিন লতিফী, মায়ানি ইউনিয়ন জামায়াত সভাপতি মোঃ সাহাবুদ্দিন। বুধবার সকালে তিনজনকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

জানাগেছে, মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে মিরসরাই থানার সুফিয়ারোড এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন ও নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।

মামলার বাদি আবদুল আজিজ এজাহারে উল্লেখ করেন জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা আমীর অধ্যাপক নুরুল আমিন চৌধুরী (৬০) ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আলাউদ্দিন সিকদার (৪৫) নেতৃত্বে অধিকাংশ মাথায় টুপি, মুখে মাস্ক পড়ে কেয়ার টেকার সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমানসহ রাজনৈতিক নেতা-কর্মী, আলেম-উলামাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিলের নামে “নারায়ে তাকবীর, আল্লাহু আকবর” শ্লোগান সরকার বিরোধী বিভিন্ন উস্কানিমূলক শ্লোগান দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করিয়া মহাসড়কে যানবাহন চলাচলে বাধাগ্রস্থ ও গাড়ী ভাংচুর করিয়া অরাজকতা পরিবেশ সৃষ্টি করে।

মামলার তদন্ত কর্মকর্তা আবদুল বাতেন জানান, জামায়াতের মিছিল পুলিশ যাওয়ার আগে শেষ হয়ে যায়। আমরা গিয়ে কাউকে ঘটনাস্থলে পাইনি। সড়কে কোন গাড়িও ছিলোনা, যানজটও ছিলোনা।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ কবির হোসেন জানান, জামায়াত যানবাহন চলাচল বাঁধাগ্রস্থ করে মহাসড়কে মিছিল করেছে। গাড়িতে ইটপাটকেল চুড়ে মেরেছে। খবর পেয়ে পুলিশ যাওয়ার আগেই তারা চলে যায়। বাদির মামলার এজাহার থেকে অভিযোগ জানা যায়। এ ঘটনায় মিরসরাই থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা (মামলা নং-১০ তাং-১০/১০/২০২৩) হয়েছে। পুলিশ বাদির অভিযোগ তদন্ত করছে। ৩জনকে এ ঘটনায় আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম উত্তরজেলা আমীরসহ ১০৪ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা, গ্রেফতার ৩

মিরসরাইয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল

Update Time : 12:33:48 am, Thursday, 12 October 2023

মিরসরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলের পর গাড়ি ভাংচুর ও মহাসড়কে যানবাহন চলাচলে বাধাগ্রস্থ করার অভিযোগে ৬০জন অজ্ঞাত ৪৪জন এজাহার নামীয়সহ মোট ১০৪ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) ৯নং মিরসরাই ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল আজিজ (২৬) পিতা-মোঃ নুর নবী মামলাটি দায়ের করেন। এ ঘটনায় রাতে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, থানা জামায়াতের প্রশিক্ষন সম্পাদক কাজী আবু বকর, জামায়াত মিরসরাই পৌরসভার সাবেক সভাপতি পিরজাদা কফিল উদ্দিন লতিফী, মায়ানি ইউনিয়ন জামায়াত সভাপতি মোঃ সাহাবুদ্দিন। বুধবার সকালে তিনজনকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

জানাগেছে, মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে মিরসরাই থানার সুফিয়ারোড এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন ও নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।

মামলার বাদি আবদুল আজিজ এজাহারে উল্লেখ করেন জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা আমীর অধ্যাপক নুরুল আমিন চৌধুরী (৬০) ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আলাউদ্দিন সিকদার (৪৫) নেতৃত্বে অধিকাংশ মাথায় টুপি, মুখে মাস্ক পড়ে কেয়ার টেকার সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমানসহ রাজনৈতিক নেতা-কর্মী, আলেম-উলামাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিলের নামে “নারায়ে তাকবীর, আল্লাহু আকবর” শ্লোগান সরকার বিরোধী বিভিন্ন উস্কানিমূলক শ্লোগান দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করিয়া মহাসড়কে যানবাহন চলাচলে বাধাগ্রস্থ ও গাড়ী ভাংচুর করিয়া অরাজকতা পরিবেশ সৃষ্টি করে।

মামলার তদন্ত কর্মকর্তা আবদুল বাতেন জানান, জামায়াতের মিছিল পুলিশ যাওয়ার আগে শেষ হয়ে যায়। আমরা গিয়ে কাউকে ঘটনাস্থলে পাইনি। সড়কে কোন গাড়িও ছিলোনা, যানজটও ছিলোনা।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ কবির হোসেন জানান, জামায়াত যানবাহন চলাচল বাঁধাগ্রস্থ করে মহাসড়কে মিছিল করেছে। গাড়িতে ইটপাটকেল চুড়ে মেরেছে। খবর পেয়ে পুলিশ যাওয়ার আগেই তারা চলে যায়। বাদির মামলার এজাহার থেকে অভিযোগ জানা যায়। এ ঘটনায় মিরসরাই থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা (মামলা নং-১০ তাং-১০/১০/২০২৩) হয়েছে। পুলিশ বাদির অভিযোগ তদন্ত করছে। ৩জনকে এ ঘটনায় আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।