চট্টগ্রামের মিরসরাইয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় ফরিদ আহমেদ (৬৩) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) সকাল ৮টায় ঢাকা টু চট্টগ্রাম রেললাইনের বিএসআরএম কারখানা এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত ফরিদ আহমেদ (৬৩) ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের কোব্বাত ভুঁইয়া বাড়ির বাসিন্দা। জানা গেছে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, সোমবার সকাল ৮টার দিকে বিএসআরএম এর একটু উত্তর পাশে চেয়ারম্যান রোড়ের মুখে রেল লাইনের পাশে এক বৃদ্ধের মরদেহ দেখেছি। মাথায় আঘাত দেখে মনে হচ্ছে ট্রেনের ধাক্কায় বৃদ্ধটি মারা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য শাহীনুল হোসেন । তিনি জানান, ট্রেনের ধাক্কায় অমার এলাকার বাসিন্দা বৃদ্ধ ফরিদ আহমেদ মারা গেছে। তিনি বেশ কিছুদিন যাবত মানসিক ভারসাম্যহীন ছিলেন।
সীতাকুন্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমজাদ হোসেন বলেন, মিরসরাইয়ের বিএসআরএম এলাকায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহতের খবর পেয়ে বৃদ্ধের লাশ উদ্ধার করেছি। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হবে।