মিরসরাইয়ে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৮ ই এপ্রিল উপজেলা চত্বরে ৫০ টির মত স্টলের প্রদর্শনীতে এ মেলা অনুষ্ঠিত হয়।স্টল গুলোতে গবাদিপশুর খামারি,হরিণ,ঘোড়া, সৌখিন কবুতর, হাঁস -মুরগী,দুগ্ধ জাত পন্য ছাড়াও ছিলো বিভিন্ন ঔষধ কোম্পানি। কেন্দ্রীয় ভাবে সকাল ৯ টায় প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
এরপর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন এর সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির এর সঞ্চালনায় অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দীন,চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়য়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন,৬ নং ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তী,অনুষ্ঠানের সদস্য সচিব উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাকিরুল ফরিদ সহ উপজেলা পরিষদের সকল অফিসাররা।
প্রদর্শনী সম্পর্কে উপজেলা প্রাণিসম্পদ কমকর্তা ডাঃ জাকিরুল ফরিদ বলেন,মূলত প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি করা এবং এর বাজার সৃষ্টি করে উন্নত প্রযুক্তিতে পশু পালন করে যাতে খামারীরা অধিক লাভবান হয় এবং ভোক্তারাও যাতে নিরাপদ প্রাণীজ আমিষ সরবরাহ পায় সে লক্ষ্যে এ প্রদর্শনী।