চট্টগ্রামের পযটন সমৃদ্ধমি রসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হিলসডেল মাল্টিফার্ম এন্ড মধুরিমা রিসোর্ট। পর্যটকদের জন্য পছন্দের একটি জায়গা। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) গভীর রাতে এই মাল্টিফার্মে আম বাগানের প্রায় পাঁচ শতাধিক আম গাছ পুড়ে ছাই করে দিয়েছে দুর্বৃত্তরা।
হিলসডেল মাল্টিফার্ম ও মধুরিমা রিসোর্ট এর স্বত্বাধিকারি অস্ট্রেলিয়া প্রবাসী মঈন উদ্দিন বলেন, গত দু বৎসরের সাধনা পুড়ে ছাই করে দিলো দুর্বৃত্তরা। বিদেশে বসে দেশের জন্য কিছু করার চেষ্টা করি সবসময়। কিন্তু আমার স্বপ্ন গুলো চোখের সামনে পুডিয়ে দিলো গৌরমতি আম বাগানের অন্তত ৫০০ গাছ। শীঘ্রই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এই বিষয়ে আমি জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ করেছি।
এই করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘাস ফুরিয়ে ফেলার বিষয়টি শুনেছি। এটি জঘন্যতম একটি নিন্দনীয় কাজ। মানুষের সাথে শত্রুতা থাকতে পারে কিন্তু গাছের সাথে শত্রুতা অমানবিক। আমি দোষীদের শাস্তির দাবি জানাই।