মিরসরাইয়ে ৭ নং কাটাছড়াস্থ নুরুল গনি ইসলামি একাডেমির উদ্যোগে বার্ষিক ওয়াজ ও ছাত্র ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) বিকাল ৩ ঘটিকায় ৭ নং কাটাছড়া ইউনিয়নের উত্তর কাটাছরাস্থ নুরুল গনি ইসলামি একাডেমির বার্ষিক ওয়াজ মাহফিল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাষ্টার রফিকুজ্জমান বি.কম.বি.এড এর সভাপতিত্বে ও অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে দেশবরেণ্য ওলামায়ে কেরামদের পাশিপাশি উপস্থিত ছিলেন।
অতিথিরা বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। এতে উপস্থিত ছিলেন পূর্ব কাটাছড়া আমান উদ্দীন ভূঁইয়া ট্রাস্টের সম্মানিত মোতয়াল্লি আলহাজ্ব শাহ-আলমঙ্গীর , মাওলানা মুফতী ইউসুফ কাসেমী।
মাওলানা মুফতী শোয়াঈব , মাওলানা মুফতী ও মুহাদ্দিস আশরাফুর রহমান , মাওলানা ইব্রাহিম আল-হাসান , হাফেজ মাওলানা আমান উল্ল্যাহ , প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব এম.এম আব্দুল্লাহ ভূঁইয়া, মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী, মিরসরাই উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার আহ্বায়ক ডাঃ আনোয়ার হোসেন ,উক্ত প্রতিষ্ঠানে সহসভাপতি সোশ্যাল ইসলামি ব্যাংকের সোনাপুর শাখার অপারেশন ম্যানেজার জনাব শাখাওয়াত হোসেন চৌধুরী আরমান সাহেব প্রমুখ।