বিশ্বসাহিত্য কেন্দ্র পরিচালিত বইপড়া কর্মসূচিতে উৎকর্ষের পরিচয় দেয়ার জন্য জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের ৭৯ জন শিক্ষার্থী। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় মিরসরাই উপজেলার জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মকছুদ আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. জামশেদ আলম, বিশেষ অতিথি ছিলেন, নাট্যকার মঈন উদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, কবি ও লেখক মাহমুদ নজরুল, সাংবাদিক বিপুল দাশ, কবি ও সাংবাদিক এনায়েত হোসেন মিঠু প্রমুখ। পুরো আয়োজনের
প্রধান অতিথির বক্তব্যে ডা. জামশেদ আলম বলেন, ‘জানার কোনো শেষ নেই,পাঠ্য বইয়ের পাশাপাশি আরও বই পড়তে হবে। বেশি বই পড়লে আলোর বিচ্ছুরণ ঘটবে। আজকের সময়ে দেশের মানুষের জন্য সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষ হওয়া। আর এ মানুষ হওয়ার জন্য আমাদের প্রচুর বই পড়া প্রয়োজন। এমন আয়োজনের জন্য বিশ্বসাহিত্য কেন্দ্রেকে ধন্যবাদ জানাই।’