চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ৭ নং কাটাছড়া ইউনিয়নের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
সোমবার (৩ জুন) বিকাল ৪ ঘটিকায় ওয়াহিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এস এম ফসিউল আলম খেলা উদ্বোধন করেন।
উক্ত খেলায় ছেলেদের বঙ্গবন্ধু ফুটবলে ৭ নং কাটাছড়া ইউনিয়নে আব্দুস ছত্তর ভূঁইয়া হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মেয়েদের বঙ্গমাতা ফুটবলে বামনসুন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয় ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রথম খেলায় বঙ্গমাতা ফুটবলে বামনসুন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ৪-২ গোলে আব্দুস ছত্তর ভূঁইয়া হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়। এতে বামনসুন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রামিশা সেরা খেলোয়াড় নির্বাচিত ও আব্দুস ছত্তর ভূঁইয়া হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মিথিলা দাশ সর্বোচ্চ গোলদাতা হয়।
দিনের দ্বিতীয় খেলা বঙ্গবন্ধু ফুটবলে আব্দুস ছত্তর ভূঁইয়া হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় বামনসুন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয় টিমাে ১-০ গোলে পরাজিত করে ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়। এতে বামনসুন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ফাহিম সর্বোচ্চ গোলদাতা ও আব্দুস ছত্তর ভূঁইয়া হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নামির সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।
খেলা শেষে মাষ্টার এস এম কামরুল হাসানের সভাপতিত্বে মাষ্টার জাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাষ্টার রফিকুজ্জমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সদস্য হাজী আবুল কাসেম, কাটাছড়া ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল হক ফিরোজ, দুর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের সাবেক সভাপতি ডাঃ আনোয়ার হোসেন, মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামীসহ প্রমুখ।
বক্তারা বলেন, খেলাধুলা চর্চা মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে প্রতিযোগীতার মানসিকতা তৈরি হয়। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। কোমলমতি শিশুদের এই টুর্ণামেন্ট থেকে হয়তো জাতীয় দলের খেলার সুযোগ পাবে কোন না কোন খেলোয়াড়। ফুটবলের মাধ্যমে বিশ্ব দরবারে জাতীয় পরিচয় স্ব গৌরবে ফুটে উঠবে একদিন।
বক্তব্য শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন।