মিরসরাই রেঞ্জ চট্টগ্রাম উত্তর বন বিভাগের উদ্যোগে বিভিন্ন শ্রেনীর ৪০ জন পুরুষ নারীকে গণসচেতনতা মুলক দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়।
শুক্রবার (২৭ অক্টোবর) মিরসরাই মহামায়া ইকোপার্কের মিলনায়তনে মিরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহান শাহ নওশাদের সঞ্চালনায় দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়।
পরিবেশ প্রতিবেশ, বন ও বৃক্ষের ভূমিকা, ইকোট্যুরিজম ও আর্থ সামাজিক উন্নয়ন জলবায়ু পরিবর্তন এবং বন ও বন্যপ্রাণী সংরক্ষণ সংক্রান্ত বিদ্যমান আইনের প্রতি গণসচেতনতা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক, মহামায়া ইকোপার্কের জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রতিবেশ ও বিভাগীয় বন কর্মকর্তা, চট্টগ্রাম উত্তর বন বিভাগ প্রকল্প পরিচালক এস, এম, কায়চার, বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বনসংরক্ষক হারুণ অর রশীদ ও জয়নাল আবেদিন, করের হাট রেঞ্জ কর্মকর্তা জসিম উদ্দিন এলাহী, আরো উপস্থিত ছিলেন, বন্য প্রাণী বিভাগ চট্টগ্রামের মোঃ ইসমাইল, কয়লা বিট কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম, বড়তাকিয়া বিট কর্মকর্তা মোঃ মামুন, সহকারী স্টেশন কর্মকর্তা মাসুদ প্রমুখ।
প্রধান অতিথি বলেন, দেশে ২৫ ভাগ বন দরকার পরিবেশ রক্ষায়। অথচ সেই পরিমাণ বন নেই। বন রক্ষায় এলাকার মানুষের ভূমিকা বেশী। গাছ কাটা যাবে না। নালা নর্দমা পরিষ্কার রাখতে হবে। কর্মসংস্থান বাড়াতে গেলে পরিবেশ রক্ষা করতে হবে। আর্থ সামাজিক উন্নয়নে এলাকার মানুষকে সচেতন হতে হবে। আপনারা বন্য প্রাণী সংরক্ষণ ১৯৬০ সালের বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধা রাখতে হবে।