চট্টগ্রামের মিরসরাইয়ে চলমান ধারাবাহিক হরতালের সমর্থনে ভোরে ঝটিকা মিছিল করেছে স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৭ডিসেম্বর) ভোরে মিরসরাই উপজেলার বারইয়ারহাট উত্তর বাজার এলাকায় দলটির নেতাকর্মীরা ব্যানার নিয়ে ঝটিকা মিছিল করে।
জানা গেছে, দেশব্যাপী বিএনপির ডাকা ৪৮ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন দলের একাংশের নেতাকর্মীদের নিয়ে ঝটিকা মিছিল বের করেন। এসময় তাদের সঙ্গে ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম -১ আসনের গত সংসদ নির্বাচনের বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন।
এতে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন,বারিয়ার হাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজি,মিরসরাই পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হোসাইন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ঝটিকা মিছিলের বিষয়টি নিশ্চিত করেন বিএনপির একাধিক নেতা।
এ বিষয়ে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন বলেন, ‘এ ধরনের কোন ঝটিকা মিছিলের খবর আমরা পাইনি। খবর নিচ্ছি।’