চট্টগ্রাম 8:45 am, Tuesday, 3 December 2024

মিরসরাইয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার প্রস্তুতি সভা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন’র সভাপতিত্বে উক্ত সভা সঞ্চালন করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান। এতে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায়, এবারের বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উপজেলা পরিষদ মিলনায়তনের খোলা মাঠে আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত হয়। এ মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ তাদের বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী প্রদর্শন করবেন। দুই দিনব্যাপী এই মেলায় স্কুল/কলেজ ভিত্তিক শিক্ষার্থীরা গ্রুপ করে বক্তৃতা এবং বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবে। এনিয়ে শিক্ষার্থীরা তাদের মেধা বিকাশের সুযোগ পাবে। মেলা আয়োজনের সময় নির্দিষ্ট না হলেও, আগামি এক সপ্তাহ প্রস্তুতির সময় দিয়ে যে কোন দুই দিনের তারিখ ও বার অংশগ্রহনকারী প্রত্যেক স্কুল, কলেজের প্রতিনিধি বরাবর জানিয়ে দেয়া হবে বলে সভা সূত্রে জানা যায়।

উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে এই মেলার প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মেলা খুবই প্রাসঙ্গিক। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করেছি। এখন স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।

এর সাথে এই উপজেলাকে “স্মার্ট মিরসরাই” হিসাবে গড়ে তুলতে এই উদ্ভাবনী মেলা অপরিসীম ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষতা সাধনে আরো এগিয়ে আসার আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার। এই উপজেলার আওতাধীন বিভিন্ন ক্লাবকে এই বিজ্ঞান মেলায় অংশগ্রহনেরও উদাত্ত আহবান জানান সভার সভাপতি মাহফুজা জেরিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে ইউসুফ হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন

মিরসরাইয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার প্রস্তুতি সভা

Update Time : 10:19:38 pm, Thursday, 18 January 2024

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন’র সভাপতিত্বে উক্ত সভা সঞ্চালন করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান। এতে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায়, এবারের বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উপজেলা পরিষদ মিলনায়তনের খোলা মাঠে আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত হয়। এ মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ তাদের বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী প্রদর্শন করবেন। দুই দিনব্যাপী এই মেলায় স্কুল/কলেজ ভিত্তিক শিক্ষার্থীরা গ্রুপ করে বক্তৃতা এবং বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবে। এনিয়ে শিক্ষার্থীরা তাদের মেধা বিকাশের সুযোগ পাবে। মেলা আয়োজনের সময় নির্দিষ্ট না হলেও, আগামি এক সপ্তাহ প্রস্তুতির সময় দিয়ে যে কোন দুই দিনের তারিখ ও বার অংশগ্রহনকারী প্রত্যেক স্কুল, কলেজের প্রতিনিধি বরাবর জানিয়ে দেয়া হবে বলে সভা সূত্রে জানা যায়।

উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে এই মেলার প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মেলা খুবই প্রাসঙ্গিক। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করেছি। এখন স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।

এর সাথে এই উপজেলাকে “স্মার্ট মিরসরাই” হিসাবে গড়ে তুলতে এই উদ্ভাবনী মেলা অপরিসীম ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষতা সাধনে আরো এগিয়ে আসার আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার। এই উপজেলার আওতাধীন বিভিন্ন ক্লাবকে এই বিজ্ঞান মেলায় অংশগ্রহনেরও উদাত্ত আহবান জানান সভার সভাপতি মাহফুজা জেরিন।