বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ৭ নং কাটাছরা ইউনিয়নের ফাইনাল খেলা’২৩ অনুষ্ঠিত হয়।
প্রাথমিক শিক্ষা বিভাগ ৭ নং কাটাছড়া ইউনিয়নের আয়োজিত উক্ত খেলা উদ্বোধন করেন ৭ নং কাটাছরা ইউনিয়ন আ.লীগের সভাপতি নুরুল আবসার। রোববার (১৬ জুলাই) বিকাল তিনটায় ৭ নং কাটাছরা ওয়াহিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রথম খেলা মেয়েদের পরবর্তীতে ছেলেদের খেলা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন ফাইনালে মেয়েদের ফাইনালে ৫৭ নং আবদুর ছত্তর ভূয়াঁর হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বামনসুন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়। ফলাফল নির্ধারনি ট্রাইবেকারে বামনসুন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয় আবদুর সত্তর ভূঞাঁর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-৩ গোলে পরাজিত করে ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়।
২য় খেলা বামনসুন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম কাজী গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় খেলা নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়। ট্রাইবেকারে বামনসুন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে কাজী গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৪-৩ পরাজিত করে ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়।
উক্ত খেলাগুলো পরিচালনা করেন নাজিম উদ্দীন রানা।
খেলা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে
খেলা পরিচালনা কমিটির সচিব মাস্টার এস এম কামরুল হাসান সেলিমের সঞ্চালনায় ৭ নং কাটাছরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রোকেয়া বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন মাস্টার রফিকুজ্জামান বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নিজামপুর কলেজের সাবরক ভিপি মোসলেহ উদ্দিন চৌধুরী, মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সদস্য ফখর উদ্দিন পারভেজ, ৭ নং কাটাছরা ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক এস কে চৌধুরী শামীম, দুর্গাপুর প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের সভাপতি ডাঃ আনোয়ার হোসেন প্রমুখ।
বঙ্গমাতা গোল্ডকাপে সেরা খেলোয়াড় বামনসুন্দর সরকারী প্রাথমিকবিদ্যালয়ের রাফি আক্তার,
সর্বোচ্চ গোলদাতা আবদুস ছত্তর ভূঞা হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সূচনা দাশ, বঙ্গবন্ধু গোল্ডকাপ কাপে সর্বোচ্চ গোল দাতা বামনসুন্দর সরকারী প্রাথমিকবিদ্যালয়ের সামি, সেরা খেলোয়াড় নির্বাচিত হোন কাজী গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মেহেদী হাসান। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।