চট্টগ্রামের মিরসরাইয়ে মৌমাছির কামড়ে নুরুল আলম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আরো তিনজন আহত হয়েছে।
রোববার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের পূর্ব ডোমখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নুরুল আলম সাহেরখালী ইউনিয়নের আলকাঠি বাড়ির রমজান আলী বেচুর ছেলে।
আহত ব্যক্তিরা হলো শাহজান (৬২), রুবেল (৩৩) ও মো: মনির হোসেন (৩১)। আহতদের মধ্যে শাহজাহান সীতাকুণ্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্য দু’জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফিরেছেন।
এলাকার লোকজন জানায়, রোববার সকালে সবাই একসাথে মাঠে কাজ করছিলেন। এ সময় মৌমাছির একটি দল এসে এলোপাতাড়ি সবাইকে কামড়াতে থাকে।
১৬ নং সাহেরখালী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো: ইউসুফ বলেন, ‘মৌমাছির কামড়ে আমার ওয়ার্ডের একজন মারা গেছে। আরো তিনজন আহত হয়েছে। নুরুল আলমের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।’
মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ জানান, মৌমাছির পেছনে যখন ফুল থাকে তখন কাউকে কামড় দিলে শরীরের বিভিন্ন অংশে জখম হয়। তবে ওই ব্যক্তি যদি শারীরিকভাবে দুর্বল থাকে, অনেক সময় মারা যেতে পারে।