মিরসরাইয়ে ১ টাকা লাভে চাউল বিক্রি কার্যক্রম ব্যাপক সাড়া ফেলেছে। পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে খুচরা পর্যায়ে সুলভ মূল্যে চাল বিক্রির কারণে নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা একটু হলেও শ্বাস নিতে পারছে যেখানে অন্যান্য পণ্য ক্রয় করতে গিয়ে দীর্ঘশ্বাস ফেলছে। এমন আয়োজন চলবে পুরো রমজান মাস জুড়ে। রমজান মাসে ব্যবসায়ী সিন্ডিকেট অতি মুনাফার লোভে সাধারণ মানুষকে জিম্মি করে সেখানে মানবিকতার পথেই হাঁটছেন সমাজকর্মী ও ব্যবসায়ী সাইফুল ইসলাম।
উপজেলার করেরহাট বাজারের উত্তরা ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মো: সাইফুল ইসলাম জানান, করেরহাট ও বারইয়ারহাট বাজারে বছরজুড়ে উত্তরা ট্রেডার্সে বিভিন্ন চাউল বিক্রি করেন। কিন্তু রমজান মাসে ক্রয়মূল্য থেকে অতিরিক্ত ১ টাকা লাভে বিক্রি করেন প্রতি কেজি চাউল। এটি রমজান উপলক্ষে দরিদ্রসহ সকল মানুষের জন্য তার বিশেষ আয়োজন।
সরেজমিনে দেখা গেছে, এই ব্যবসায়ী ক্রয় মূল্যের চাইতে ১ টাকা লাভে প্রতি কেজি মামুন গুটি স্টার চাউল ৪৫ টাকা, পাইজাম চাউল প্রতি কেজি ৫০ টাকা, ২৯ জিরাশাইল প্রতি কেজি ৫৫ টাকা, একাত্তর মনিকেট প্রতি কেজি ৬৫ টাকা, একাত্তর কাটারী সিদ্ধ প্রতি কেজি ৭০ টাকা, এসিআই কাটারী আতপ প্রতি কেজি ৭৫ টাকা, সোনারচাবি চিনিগুড়া প্রতি কেজি ৯০ টাকা ও এসিআইন চিনিগুড়া প্যকেট প্রতি কেজি ১৩০ টাকায় বিক্রি করা হচ্ছে।
এ সময় কথা হয় চাউল ক্রয় করতে আসা করেরহাট এলাকার বাসিন্দা নুরুল আলমের সাথে তিনি বলেন, ‘রমজান উপলক্ষে সাইফুল এমন মহতি উদ্যোগ নিয়েছেন। তার উদ্যোগকে আমরা সবাই স্বাগত জানিয়েছি। এখন আমার মতো অনেকে তার দোকান থেকে চাউল ক্রয় করে।’
করেরহাট বাজার পরিচালনা কমিটির সহ- সভাপতি আব্দুর রহিম বলেন, ‘সাইফুল যে উদ্যোগ নিয়েছেন এটি বিরল। শুধুমাত্র কয়েকটি আরব দেশের কথা শুনেছি মুনাফা ছাড়া রমজানে পণ্য বিক্রি করেন। আমার মনে হয়, তার এই ধরনের উদ্যোগ দেশের সব মানুষের কাছে উদাহরণ।
ব্যবসায়ী মো: সাইফুল ইসলাম বলেন, ‘আমি অনেক বছর ধরে ব্যবসা করি। এবার চিন্তা করলাম এলাকার মেহনতি মানুষের জন্য কিছু করি। ওই করতে গিয়ে উদ্যোগ নিলাম রমজান উপলক্ষে আমি ১ টাকা লাভে চাউল বিক্রি করব। মানুষ চাউল ক্রয় করে উপকৃত হচ্ছেন। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আশা করি, যারা শহর ও গ্রামে বড় ব্যবসায়ী আছেন, তারাও যেন রমজান উপলক্ষে ১ টাকা লাভে পণ্য বিক্রি করেন। তাহলে গরিব দুঃখী মানুষ এই রমজানে তৃপ্তি মতো খেতে পারবেন।’