মিঠাছরা ইসলামীয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ, কিছমত জাফরাবাদ কেন্দ্রীয় ঈদগাহের সাবেক ইমাম ও তারাকাটিয়া জলিল শাহ্ ফকির জামে মসজিদের সাবেক খতিব আলহাজ্ব মাওলানা আ.ন.ম. তাজুল ইসলাম ১১ জুলাই সোমবার রাত১০ ঘটিকায় বার্ধক্য জনিত কারণে মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। বুধবার (১২ জুলাই) সকাল ১০ টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
আলহাজ¦ মাওলানা আ.ন.ম. তাজুল ইসলাম মিরসরাই সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পূর্ব কিছমত জাফরাবাদ এলাকার অছি উদ্দিন মীর বাড়ির বাসিন্দা। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে, ছাত্র ছাত্রী ও অনুরাগী রেখে গেছেন।
জানাযাপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, মিরসরাই সদর ইউনিয়নের ৯ নং চেয়ারম্যান শামছুল আলম দিদার, ৬ নং ইছাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম সাইফুল্লাহ দিদার, মিঠাছরা ইসলামীয়া ফাজিল মাদরাসার সাবেক উপাধ্যক্ষ আলহাজ¦ মাওলানা আব্দুল বাকী নিজামী, সুফিয়া নূরিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা রেজাউল হক নিজামী, মিঠাছরা ইসলামীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. এমদাদ উল্ল্যাহ খান, উপধ্যক্ষ ভাইস প্রিন্সিপাল হুজুরের ছাত্র মাওলানা নিজামুল হক সাদেকী, আলহাজ¦ মাওলানা আ.ন.ম. তাজুল ইসলামের একমাত্র সন্তান আজহারুল ইসলাম আজাদ, হুজুরের জামাতা মিঠাছরা ইসলামীয়া ফাজিল মাদরাসার সিনিয়র শিক্ষক মো. জসিম উদ্দিন। জানায়ায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, উত্তর জেলা জামায়াত নেতা সূরা সদস্য মাষ্টার নুরুচ্ছালাম, মিরসরাই উপজেলা জামায়াতের সাবেক আমীর আলহাজ্ব নুরুল করিম, উপজেলা জামায়াতের আমীর নুরুল কবির, আবুতোরাব ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নিজামী, মিরসরাই লতিফীয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক বাকী বিল্লাহ নিজামী, সাবেক উপাধ্যক্ষ নুরুন্নবী ফারুকী, মিঠাছরা ইসলামীয়া ফাজিল মাদরাসার সাবেক ছাত্র মাওলানা নুরুল করিম, ছুটি খাঁ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম তৌহিদী, উপজেলা আওয়ামী লীগের সদস্য জুয়েল চৌধুরী। এছাড়াও উপজেলার বিভিন্ন মাদারার অধ্যক্ষ, মসজিদের খতিব, হুজুরের ছাত্র, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানাযার নামাজ এবং দোয়া মুনাজাত পরিচালনা করেন মিঠাছরা ইসলামীয়া ফাজিল মাদরাসার সাবেক উপাধ্যক্ষ আলহাজ¦ মাওলানা আব্দুল বাকী নিজামী