মরহুম রফিক আহম্মদ ছুট্টু চেয়ারম্যান ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২ ঘটিকায় নয়ন চেয়ারম্যান বাড়িতে অরগানাইজেশান ফর দ্যা পুওর কমিউনিটি এ্যাডভান্সমেন্ট (অপকা) সহযোগিতায় ১ নং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নের সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়।
উক্ত শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ইকবাল ভূঁইয়া’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী চট্টগ্রাম -১ আসন মিরসরাইয়ের সাবেক ৭ বারের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আরো উপস্থিত ছিলেন ১ নং এমপি পুত্র কক্সবাজার চেম্বার অব কমার্সের সিনিয়র সহ- সভাপতি সাদেকুর রহমান সুমু, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক এস এম আবুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক কামরুল হোসেন, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন ও সেক্রেটারি মোঃ শেখ সেলিম, শহিদুল্লাহ মেম্বার,
অপকার নির্বাহী মোঃ আলমগীর উক্ত অনুষ্ঠানে প্রায় সহস্রাধিক গরীব অসহায় নারী পুরুষের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।