মিরসরাই বেবী টেক্সী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নের রাজকুমার কমিউনিটি সেন্টারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেবী টেক্সী শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক নেজাম উদ্দিনের সঞ্চালনায় এবং সভাপতি নুর নবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ বাবু স্বপন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। এছাড়াও উপস্থিত ছিলেন হিঙ্গুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইফতেখার উদ্দিন পিন্টু, আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন, নুর নবী দুলা, শামসুল হক, রবিউল হক, আক্তার কোম্পানি, তাজুল ইসলাম, আবুল হোসেন সবুজ, শেখ আলাম, আলমগীর হোসেন, ফজলুল করিম, রিপন।
এতে শ্রমিক ইউনিয়নের বিভিন্ন ইউনিটের মধ্যে উল্লেখযোগ্য রামগড় শাখা, হেয়াকো শাখা, ছাগলনাইয়া শাখা, জোরারগঞ্জ শাখা, নারায়নহাট , সোনাগাজী, মাটিরাঙা, জালিয়াপাড়া সহ আরো অনেক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
শ্রমিক সমাবেশে বিভিন্ন দাবী উত্থাপন করে শ্রমিকরা। দ্রব্যমূলের মূল্য বৃদ্ধির ফলে জীবন যাপন অনেক কষ্ট হয়ে গেছে। ন্যায্য ভাড়া নির্ধারণ, মহাসড়কের বাইপাস ব্যবহার, বিভিন্ন হয়রানি রোধ করতে সমাবেশ থেকে অনুরোধ করেছে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা।