চট্টগ্রামের মিরসরাইয়ে সমমনা সংঘের ব্যবস্থাপনায় বীর মুক্তিযোদ্ধা মাস্টার মফিজ উদ্দিন স্মৃতি হেলথ ক্যাম্প ও ২৭তম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার খৈয়াছড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে প্রায় তিন শতাধিক রোগী চিকিৎসা সেবা নেন।
এছাড়া সমমনা প্রাথমিক শিক্ষা উন্নয়ন ২৭ তম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা সকাল ১০.৩০ মিনিটে শুরু হয়ে শেষ হয় ১২.৩০ মিনিটে। পরীক্ষার কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন সবুজ হোসাইন।
চিকিৎসা সেবা ও বৃত্তি পরীক্ষার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। সমমনা সংঘের সভাপতি সোহরাব হোসেন টুটুল। সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাষ্টার ইকবালের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মিরসরাই সার্কেল এএসপি মনিরুল ইসলাম, মিরসরাই উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, মিরসরাই থানার ওসি কবির হোসেন, মাতৃকা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার জামশেদ আলম, প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি মফিজ উদ্দিন, সমমনা সংঘের প্রচার ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মহসিন সহ অন্যান্যরা।