চট্টগ্রাম 5:45 pm, Friday, 13 September 2024

মিরসরাইয়ে স্কুলছাত্রীকে উত্ত্যাক্ত করার দায়ে ৩ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

মিরসরাইয়ে স্কুল ছাত্রীতে উত্ত্যক্ত ও অটোরিকশা চাপা দেয়ার চেষ্টা ছাত্রীর মায়ের পথরোধ করার ঘটনায় জড়িত থাকায় তিন ছাত্রলীগ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেল নিজের ফেসবুক আইডিতে ছাত্রলীগের দলীয় প্যাডে নিজের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা।

অব্যাহতি পাওয়া তিন ছাত্রলীগ নেতা হলেন মঘাদিয়া ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকার মুরাদ আলী মিয়া বাড়ির ওসমান গণির ছেলে ও মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগে সহ-সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর (২১), মহসিন আলী মেম্বার বাড়ির মো: দুধু মিয়ার ছেলে ইউনিয়ন ছাত্রলীগের গণশিক্ষা-বিষয়ক সম্পাদক মো: শামছুদ্দিন প্রকাশ সালমান (২০), নসরত আলী হাজি বাড়ির নুজরুল ইসলামের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সহ-সম্পাদক রিফাত হোসেন (২০)।

এই ঘটনায় স্কুলছাত্রীর বাবা তিন ছাত্রলীগ নেতাসহ পাঁচজনকে আসামি করে মিরসরাই থানায় একটি মামলা করেছেন। রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে পুলিশ ছাত্রলীগের ৩ নেতাসহ ৪ জনকে গ্রেফতার করে সোমবার আদালতে প্রেরণ করে।

ঘটনায় জানা গেছে, চলতি বছরের ১২ মে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে সাধুরবাজার এলাকায় সবুজ (২১) ও শুভ (১৯) নামের দুই বখাটে মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী(১৩)কে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় চুল ধরে টানাটানিতে ছাত্রীর মাথার স্কাফ খুলে যায়।

ঘটনার দিন বিকেলে মিরসরাই থানায় অভিযোগ দেন ভুক্তভোগী ছাত্রীর বাবা বেলায়েত হোসেন। অভিযোগের পর পুলিশ সবুজ নামের একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। আরেকজন আদালতে আত্মসমর্পণ করেছিলেন। জামিনে এসে সবুজ ও শুভ দলবল নিয়ে বাড়ির আশপাশে এসে ঘরের চালে ঢিল ছুড়ে এমনকি মেয়েকে তুলে নেয়ারও হুমকি দেন। বখাটেদেরে ভয়ে দীর্ঘ ৪ মাস স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিলো মেয়ে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন মেয়ের বাড়িতে গিয়ে মেয়েকে আস্বস্ত করে আবার স্কুলে যাওয়ার জন্য।

মেয়ের বাবা বেলায়েত হোসেন বলেন, প্রশাসনের সহায়তা আমার স্ত্রী (মেয়ের মা) রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে মেয়েকে নিয়ে স্কুলে যায়। মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে সকাল সাড়ে মঘাদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাধুর বাজার পুরাতন সিএনজি স্ট্যান্ডে মামলার ১ নম্বর ও ৫ নম্বর আসামিসহ অজ্ঞাত চার-পাঁচজন পূর্বপরিকল্পিতভাবে আমার স্ত্রীর গতিরোধ করে ১ ও ৫ নম্বর আসামির বিরুদ্ধে নারী নির্যাতন মামলা তুলে জন্য ভয়ভীতি ও মৃত্যুর হুমকি প্রদর্শন করে। তাদের বিরুদ্ধে থানায় কিংবা আদালতে মামলা করলে আমার স্ত্রীসহ আমার মেয়ে ও আমাদেরকে হত্যার করার হুমকি প্রদান করে।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা জানান, মিরসরাই উপজেলা ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্তমোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঘাদিয়া ইউনিয়নের তিনজনকে তাদের স্ব স্ব দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, ছাত্রলীগ একটি পরিচ্ছন্ন সংগঠন। কোনো অন্যায় ও অপরাধকে প্রশ্রয় দেয় না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

‘চেয়ার দখল করে বসে থাকার জন্য ক্ষমতায় আসেনি’ হাটহাজারী মাদ্রাসায় উপদেষ্টা আ ফ ম খালিদ

মিরসরাইয়ে স্কুলছাত্রীকে উত্ত্যাক্ত করার দায়ে ৩ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

Update Time : 11:32:15 am, Wednesday, 20 September 2023

মিরসরাইয়ে স্কুল ছাত্রীতে উত্ত্যক্ত ও অটোরিকশা চাপা দেয়ার চেষ্টা ছাত্রীর মায়ের পথরোধ করার ঘটনায় জড়িত থাকায় তিন ছাত্রলীগ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেল নিজের ফেসবুক আইডিতে ছাত্রলীগের দলীয় প্যাডে নিজের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা।

অব্যাহতি পাওয়া তিন ছাত্রলীগ নেতা হলেন মঘাদিয়া ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকার মুরাদ আলী মিয়া বাড়ির ওসমান গণির ছেলে ও মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগে সহ-সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর (২১), মহসিন আলী মেম্বার বাড়ির মো: দুধু মিয়ার ছেলে ইউনিয়ন ছাত্রলীগের গণশিক্ষা-বিষয়ক সম্পাদক মো: শামছুদ্দিন প্রকাশ সালমান (২০), নসরত আলী হাজি বাড়ির নুজরুল ইসলামের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সহ-সম্পাদক রিফাত হোসেন (২০)।

এই ঘটনায় স্কুলছাত্রীর বাবা তিন ছাত্রলীগ নেতাসহ পাঁচজনকে আসামি করে মিরসরাই থানায় একটি মামলা করেছেন। রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে পুলিশ ছাত্রলীগের ৩ নেতাসহ ৪ জনকে গ্রেফতার করে সোমবার আদালতে প্রেরণ করে।

ঘটনায় জানা গেছে, চলতি বছরের ১২ মে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে সাধুরবাজার এলাকায় সবুজ (২১) ও শুভ (১৯) নামের দুই বখাটে মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী(১৩)কে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় চুল ধরে টানাটানিতে ছাত্রীর মাথার স্কাফ খুলে যায়।

ঘটনার দিন বিকেলে মিরসরাই থানায় অভিযোগ দেন ভুক্তভোগী ছাত্রীর বাবা বেলায়েত হোসেন। অভিযোগের পর পুলিশ সবুজ নামের একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। আরেকজন আদালতে আত্মসমর্পণ করেছিলেন। জামিনে এসে সবুজ ও শুভ দলবল নিয়ে বাড়ির আশপাশে এসে ঘরের চালে ঢিল ছুড়ে এমনকি মেয়েকে তুলে নেয়ারও হুমকি দেন। বখাটেদেরে ভয়ে দীর্ঘ ৪ মাস স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিলো মেয়ে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন মেয়ের বাড়িতে গিয়ে মেয়েকে আস্বস্ত করে আবার স্কুলে যাওয়ার জন্য।

মেয়ের বাবা বেলায়েত হোসেন বলেন, প্রশাসনের সহায়তা আমার স্ত্রী (মেয়ের মা) রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে মেয়েকে নিয়ে স্কুলে যায়। মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে সকাল সাড়ে মঘাদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাধুর বাজার পুরাতন সিএনজি স্ট্যান্ডে মামলার ১ নম্বর ও ৫ নম্বর আসামিসহ অজ্ঞাত চার-পাঁচজন পূর্বপরিকল্পিতভাবে আমার স্ত্রীর গতিরোধ করে ১ ও ৫ নম্বর আসামির বিরুদ্ধে নারী নির্যাতন মামলা তুলে জন্য ভয়ভীতি ও মৃত্যুর হুমকি প্রদর্শন করে। তাদের বিরুদ্ধে থানায় কিংবা আদালতে মামলা করলে আমার স্ত্রীসহ আমার মেয়ে ও আমাদেরকে হত্যার করার হুমকি প্রদান করে।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা জানান, মিরসরাই উপজেলা ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্তমোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঘাদিয়া ইউনিয়নের তিনজনকে তাদের স্ব স্ব দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, ছাত্রলীগ একটি পরিচ্ছন্ন সংগঠন। কোনো অন্যায় ও অপরাধকে প্রশ্রয় দেয় না।