চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে।
৯ মার্চ সন্ধ্যায় উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের চরশরৎ এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার (১১ মার্চ) সকালে পুলিশ নিজ এলাকা থেকে ধর্ষক বখাটে অসীম দাশকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
অসীম দাশ চরশরৎ এলাকার সাগর চন্দ্র দাশের ছেলে। শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় শিক্ষার্থীর মা গতরাত ১০ ঘটিকায় ধর্ষণ মামলা দায়ের করেন ।
ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর বাবা বলেন, পাড়ায় আমি একটি ছোট দোকান চালাই। শনিবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমার স্ত্রী জরুরী প্রয়োজনে দোকানে এলে আমার বাড়ির অসীম দাশ ঘরে ঢুকে আমার মেয়েকে জোর করে পাশের লাকড়ির ঘরে নিয়ে মুখে ওড়না পেছিয়ে ধর্ষণ করে। ধস্তাধস্তির আওয়াজ পেয়ে আমার বৃদ্ধ মা এসে অসীমকে ঝাপটে ধরলে সে পালিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লা আল হারুন বলেন, ৬ নং ইছাখালী ইউনিয়নের চরশরৎ এলাকায় শিক্ষার্থী ধর্ষণের বিষয়টি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতেল পরিক্ষার পর গতকালই নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় ওই স্কুল শিক্ষার্থীর মা জোরারগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। ধর্ষক অসীম দাশকে আমরা গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেব।