চট্টগ্রামের মিরসরাই উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ‘ঘোড়া’ প্রতীকের প্রার্থী শেখ আতাউর রহমানের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২৯ এপ্রিল) বিকাল ৩ ঘটিকায় বড়তাকিয়া ইভা কমিউনিটি সেন্টারে নির্বাচনী এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেন।
সভায় বক্তব্য প্রদান করেন, মিরসরাই উপজেলা পরিষদের ঘোড়া প্রতীকের প্রার্থী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান , চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রদীপ রঞ্জন চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র ভিপি নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামরুল হাসান কামরুল, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শাহাদাত হোসেন মনসুর, ৮ নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, ১২ নং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহির ইকবাল চৌধুরী, মিরসরাই অ্যাসোসিয়েশন চট্টগ্রাম সভাপতি কালু কুমার দে, উপজেলা আওয়ামী লীগ নেতা নুরুল আলম, মায়ানি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম গোলাম সরোয়ার, ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মদ, সাবেক ছাত্রনেতা ও যুবনেতা মোশারফ হোসেন মান্না, মিরসরাই উপজেলা ছাত্রলীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেন সোহেল, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আগামী ৮ মে মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে প্রবীন আওয়ামী লীগ নেতা স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তিত্ব রাজপথের পরিক্ষিত বঙ্গবন্ধুর সৈনিক শেখ আতাউর রহমানকে ‘ঘোড়া’ প্রতীকে বিজয়ী করুন। ভোট কেন্দ্রে কোন রকম অনিয়ম বরদাস্ত করা হবে না। জননেত্রী শেখ হাসিনার নির্দেশ ভোট উন্মুক্ত ও নিরপেক্ষ হবে সুতরাং কেউ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নাম ব্যবহার করে জনগনকে বিভান্ত না করার আহবান জানান।
জনগনের রায়ের প্রতি সম্মান প্রদর্শনের আহবান জানান। ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে প্রছন্দের প্রার্থীকে ভোট দেয়ার আহবান জানান।