মিরসরাইয়ের অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরী’র নতুন কমিটি গঠন করা হয়েছে।
রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে আবুতোরাব হিতকরী পাঠগৃহে উক্ত কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
হিতকরী’র নির্বাহী সদস্য মোঃ হাসান বিল্লাহ প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন স্থায়ী কমিটির প্রধান সমন্বয়ক আলতাফ হোসেন ও আহবায়ক কমিটির প্রধান ইসমাঈল ফাহিম।
এসময় উপস্থিত এবং দেশ বিদেশে থাকা সদস্যদের প্রত্যক্ষ ও অনলাইন ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে সদস্যদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অর্থ সম্পাদক জহির উদ্দিন রনি। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুচ্ছাপা নিলয়।
আগামী তিন বছরের জন্য নির্বাচিত অন্যান্য পদে ভোটের মাধ্যমে বিজয়ী হয়েছেন যথাক্রমে- পাঠগৃহ পরিচালক সাজ্জাদ মাহমুদ সাকিব, সাংগঠনিক সম্পাদক রফিক নূর, অর্থ সম্পাদক আব্দুল আউয়াল, প্রচার সম্পাদক ইশতিয়াক ইমু, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক নাদিম মাহমুদ। এতে নির্বাচিত কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করতে বলা হয়েছে। এসময় পবিত্র শবে বরাত উপলক্ষে অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে বক্তারা আগামী তিন বছরের পরিকল্পনার কথা তুলে ধরেন।