মিরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে করেরহাট ইউনিয়ন পরিষদে বৃক্ষ রোপণ কর্মসুচি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ( ১ আগস্ট) সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন।
করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান। এইসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ সেলিম, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদুল্লাহ মেম্বার, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, উদয়ন ক্লাবের সভাপতি আবদুর রহিম, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম সহ অন্যান্যরা।
করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নয়ন বলেন, বগাছ আমাদের পরম বন্ধু। বৃক্ষ নিধন বন্ধ করা এবং বৃক্ষরোপণ জোরদার করার প্রতি সচেতনতা সৃষ্টিই আমাদের লক্ষ্য। এ লক্ষ্যকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের এই উদ্যোগ প্রশংসনীয়।
প্রধান অতিথির বক্তব্যে মাহফুজা জেরিন বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ২০২৩ সালে চট্টগ্রাম জেলায় ২৩ লাখ বৃক্ষরোপণে অংশ হিসেবে মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে ৫০ হাজার চারা রোপণের কর্মসূচি নেয়া হয়েছে। প্রথম ধাপে আজ ১৭ হাজার চারা বিতরণ করা হয়েছে।