বিএনপি-জমায়াত জোটের সরকার বিরোধী চলমান আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী ৩১ অক্টোবর -২রা নভেম্বর ৩ দিনের কেন্দ্র ঘোষিত জল স্থল রেলপথ অবরোধের কর্মসূচী ঘোষণা দেয়। যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় মিরসরাইয়ে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় মিরসরাইয়ে পুলিশের সাথে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৩০ অক্টোবর) রাতে মিরসরাই ও জোরারগঞ্জ থানা পুলিশের সাথে সমন্বয় করেছে বিজিবি৷
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মিরসরাই সার্কেল মনিরুল ইসলাম বলেন, রামগড় ও চট্টগ্রাম ব্যাটালিয়ন থেকে দুই প্লাটুন বিজিবি মিরসরাই ও জোরারগঞ্জ থানায় মোতায়েন করা হয়েছে৷ আগামী ৩ দিন অবরোধে মহাসড়কে যেকোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে পুলিশের সাথে সমন্বয় করে কাজ করবে।
বিরোধী জোটের টানা অবরোধকে কেন্দ্র করে ঢাকায় বিএনপির সমাবেশের মতো বড় কো অঘটন ঘটে কিনা জনমনে তৈরি হয়েছে এমন উদ্বেগ উৎকন্ঠা। বিভিন্ন শ্রেনি ও পেশার একাধিক মানুষ এই প্রতিবেদকে জানান সরকার ও বিরোধী জোট সমঝোতায় নির্বাচন হলে দেশের মানুষ শান্তি পেত।