মিরসরাইয়ে বিএনপি, যুবদল, ছাত্রদলের ২৮ নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২৫ জনের নামে মামলা করেছে মিরসরাই থানা পুলিশ। মিরসরাই থানার উপ-পরিদর্শক আবুল খায়ের বিস্ফোরক আইনে মামলাটি করেন।
ঘটনায় জানা যায় ১৪ জুন চট্টগ্রাম বিএনপির তারুণ্যের সমাবেশ থেকে ফেরার পথে ছাত্রলীগ কর্তৃক ছাত্রদলের নেত্রী নাদিয়া নুসরাতকে হেনস্তা নির্যাতন ও রাত ২ টায় গ্রেফতারের প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল মিরসরাই পৌর সদরে ১৮ জুন কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে মিছিল করে। এতে রাস্তায় বাধা সৃস্টি হয় বলে পুলিশ জানায়।
মামলায় উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিনকে এক নম্বর আসামি করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরোয়ার উদ্দিন সেলিম, মিরসরাই পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন, যুবদল নেতা মনোয়ার হোসেন শাওন, কামরুল হোসেন, বোরহান উদ্দিন সবুজ, ছাত্রদল নেতা মিনহাজ উদ্দিন টিটু, আব্দুল্লাহ আল নোমান, মোহন দে, ফরহাদ হোসেনসহ ২৮ জনের নাম উল্লেখ করা হয়।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান বলেন, ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাতকে হেনস্থা অপহরনের চেস্টা ও মিথ্যা সাজানো মামলায় গ্রেফতারের প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিল করে উপজেলা ছাত্রদল। এটা আমাদের সাংবিধানিক গনতান্ত্রিক অধিকার। রাজনীতি আমাদের সাংবিধানিক অধিকার অথচ পুলিশ সম্পূর্ণ সাজানো অপবাদ দিয়ে নেতাদের নামে মামলা করেছেন। আমি এই মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কবির হোসেন বলেন, বিএনপি’র নেতাকর্মীরা মহাসড়কে গাড়ি আটকে রেখে মিছিল করে রাস্তায় প্রতব্ন্ধকতা সৃস্টি করে । রাস্তায় চলাচলের লোকজনের সাথে বাকবিতন্ডা হয়। স্বাভাবিক জীবন যাত্রা বাধাগ্রস্ত হয়। তারা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। উক্ত ঘটনায় ২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামিকে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।