চট্টগ্রাম 2:21 am, Saturday, 21 September 2024

মিরসরাইয়ে অগ্নিকান্ডে আতঙ্কে এলাকাবাসী

মিরসরাইয়ে জাতীয় পাওয়ার গ্রিডের এক লাখ ৩২ হাজার ভোল্টের (১৩২ কেভি) বিদ্যুৎ সঞ্চালন লাইন গাছের সাথে লেগে হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে এলাকাবাসী আতঙ্কে রয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকালে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের উত্তর তালবাড়ীয়া এলাকার হাফিজুর রহমান মিস্ত্রীর বাড়ী এই ঘটনা ঘটেছে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হয়েছে হাফিজুর রহমান মিস্ত্রীর বাড়ীর সুফিয়া আক্তার, নুরুল হুদা, হাফিজুর রহমান। তাদের দাবি অগ্নিকান্ডের কারণে ঘরের ফ্রিজ, টিভি, মোবাইল, লাইট সহ বিদ্যুৎতের সব জিনিস নষ্ট হয়ে গেছে। অল্পের জন্য রক্ষা পায় তারা।

ক্ষতিগ্রস্থ হাফিজুর রহমান বলেন, ‘আমি ৪০ বছর ধরে এই বাড়ীতে বসবাস করছে। এমন ঘটনা কখনো ঘটেনি এর আগে। পাওয়ার গ্রিডের লাইনের পাশে থাকা গাছ প্রতিবছর পাওয়ার গ্রিডের লাইনের কর্মীরা কেটে পেলতো। এ বছর তারা গাছ কাটে নাই। ফলে গাছ বড় হয়ে লাইনের সাথে লেগে এমন ঘটনা ঘটেছে। আমরা এখন ঘরে প্রবেশ করতে পারতেছিনা ভয় লাগতেছে।

এ বিষয়ে স্থানীয় মহিলা ইউপি সদস্য সাথী আক্তার বলেন, ‘বিষয়টি খুব দুঃজনক আমি ঘটনাস্থলে গিয়েছে। এই রকুম ঘটনা আগে কখনো ঘটেনি। অগ্নিকান্ডের সময় বিকট শব্দ শোনা যায়। ঘটনার পর থেকে পুরো এলাকার মানুষ আতঙ্কে রয়েছে। বিদ্যুৎ কর্মীরা হাফিজুর রহমানের বাড়ীতে গেয়েছে বলে শুনছে। এখনো পর্যন্ত কারেন্ট আসেনাই।
মিরসরাই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সাইফুল ইসলাম বলেন, এই ঘটনা শুনছি সাথে সাথে বিদ্যুৎ লাইনের কর্মীরা ঘটনাস্থলে গেয়ে বিদ্যুৎতের নষ্ট হওয়া মিটার নিয়ে আসে। পরে মিটার গুলা সার্ভিস করে লাগানো হবে।

জাতীয় পাওয়ার গ্রিড দায়িত্বরত কর্মকর্তা আসাদুজ্জমান বলেন, ‘আমাদের দায়িত্ব সিতাকুন্ডের ছোট দারগারহাট পর্যন্ত। মিরসরাইয়ের দায়িত্ব পল্লী বিদ্যুৎতের কাছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মীরসরাই প্রফেশনাল সোসাইটির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান

মিরসরাইয়ে অগ্নিকান্ডে আতঙ্কে এলাকাবাসী

Update Time : 07:37:10 pm, Thursday, 18 August 2022

মিরসরাইয়ে জাতীয় পাওয়ার গ্রিডের এক লাখ ৩২ হাজার ভোল্টের (১৩২ কেভি) বিদ্যুৎ সঞ্চালন লাইন গাছের সাথে লেগে হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে এলাকাবাসী আতঙ্কে রয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকালে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের উত্তর তালবাড়ীয়া এলাকার হাফিজুর রহমান মিস্ত্রীর বাড়ী এই ঘটনা ঘটেছে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হয়েছে হাফিজুর রহমান মিস্ত্রীর বাড়ীর সুফিয়া আক্তার, নুরুল হুদা, হাফিজুর রহমান। তাদের দাবি অগ্নিকান্ডের কারণে ঘরের ফ্রিজ, টিভি, মোবাইল, লাইট সহ বিদ্যুৎতের সব জিনিস নষ্ট হয়ে গেছে। অল্পের জন্য রক্ষা পায় তারা।

ক্ষতিগ্রস্থ হাফিজুর রহমান বলেন, ‘আমি ৪০ বছর ধরে এই বাড়ীতে বসবাস করছে। এমন ঘটনা কখনো ঘটেনি এর আগে। পাওয়ার গ্রিডের লাইনের পাশে থাকা গাছ প্রতিবছর পাওয়ার গ্রিডের লাইনের কর্মীরা কেটে পেলতো। এ বছর তারা গাছ কাটে নাই। ফলে গাছ বড় হয়ে লাইনের সাথে লেগে এমন ঘটনা ঘটেছে। আমরা এখন ঘরে প্রবেশ করতে পারতেছিনা ভয় লাগতেছে।

এ বিষয়ে স্থানীয় মহিলা ইউপি সদস্য সাথী আক্তার বলেন, ‘বিষয়টি খুব দুঃজনক আমি ঘটনাস্থলে গিয়েছে। এই রকুম ঘটনা আগে কখনো ঘটেনি। অগ্নিকান্ডের সময় বিকট শব্দ শোনা যায়। ঘটনার পর থেকে পুরো এলাকার মানুষ আতঙ্কে রয়েছে। বিদ্যুৎ কর্মীরা হাফিজুর রহমানের বাড়ীতে গেয়েছে বলে শুনছে। এখনো পর্যন্ত কারেন্ট আসেনাই।
মিরসরাই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সাইফুল ইসলাম বলেন, এই ঘটনা শুনছি সাথে সাথে বিদ্যুৎ লাইনের কর্মীরা ঘটনাস্থলে গেয়ে বিদ্যুৎতের নষ্ট হওয়া মিটার নিয়ে আসে। পরে মিটার গুলা সার্ভিস করে লাগানো হবে।

জাতীয় পাওয়ার গ্রিড দায়িত্বরত কর্মকর্তা আসাদুজ্জমান বলেন, ‘আমাদের দায়িত্ব সিতাকুন্ডের ছোট দারগারহাট পর্যন্ত। মিরসরাইয়ের দায়িত্ব পল্লী বিদ্যুৎতের কাছে।