চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ’২৩ উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান, শ্রেণী শিক্ষক, শিক্ষার্থী ও স্কাউট-বিএনসিসিসহ ২২ জন শ্রেষ্ঠ হয়েছেন। এছাড়া বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে ৫৫ জন শিক্ষার্থী বিজয়ী হয়েছেন। বুধবার (১৭ মে) উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ক্যাটাগরিতে নির্বচিত হয়েছে মহাজনহাট ফজলুল রহমান স্কুল এন্ড কলেজ, আবুতোরাব ফাজিল মাদ্রাসা ও করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়।
শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজিম উদ্দিন ভূঁইয়া, মাদবারহাট ইসলামি ফাজিল মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল হালিম, মহাজনহাট ফজলুল রহমান স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সোহরাব হোসেন।
এছাড়া শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রোজিনা আক্তার, আবুতোরাব ফাজিল মাদরাসার শিক্ষক মোহাম্মদ আবদুল কুদ্দুস, মিরসরাই কলেজের অধ্যাপক মোঃ রেজাউল করিম।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বর্ণালী দাশ, আবুতোরাব ফাজিল মাদরাসার শিক্ষার্থী মোহাম্মদ মাইনুল ইসলাম, মহাজনহাট ফজলুল রহমান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ইউসরা শারফুদ্দীন।
মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের তৌসিফ কাউসার শ্রেষ্ঠ স্কাউট, বিশ্বদরবার মাধ্যমিক বিদ্যালয়ের নিশি রানি নাথ শ্রেষ্ঠ গার্লস গাইড, মহাজন হাট ফজলুল রহমান স্কুল এন্ড কলেজের মোহাম্মদ ফেরদাউস হোসেন শ্রেষ্ঠ বিএনসিসি নির্বাচিত হন।
মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মোহাম্মদ দিদারুল আলম শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক, বিশ্বদরবার মাধ্যমিক বিদ্যালয়ের আনিমা দাস শ্রেষ্ঠ গার্লস গাইড শিক্ষক, মিরসরাই কলেজের সাইদুল ইসলাম শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক, মহাজনহাট ফজলুল রহমান স্কুল এন্ড কলেজের আল আমিন শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক নির্বাচিত হয়েছেন।
মিরসরাই সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ, মহাজনহাট ফজলুল রহমান স্কুল এন্ড কলেজ শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ, জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ গার্লস গাইড হিসেবে নির্বাচিত হয়েছেন।
উপজেলা মাধ্যমিক কর্মকর্তা হুমায়ুন কবির খান বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ মিরসরাইয়ের বিভিন্ন স্কুল,কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শ্রেণী শিক্ষক, শিক্ষার্থী, স্কাউট ও বিএনসিসিসহ ২২ জন উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। এছাড়া বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে ৫৫ জন শিক্ষার্থী বিজয়ী হয়েছেন। আনুষ্ঠানিকভাবে কিছুদিনের মধ্যে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।