চট্টগ্রামের মিরসরাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২৩ জুন) বিকালে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে, বেলুন, পায়রা উড়িয়ে, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতা-কর্মীরা। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একটি র্যালী বের হয়ে পৈরসদর ও মহাসড়ক প্রদক্ষিণ করে মিরসরাই উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার প্রবীণ আওয়ামী লীগ নেতাদের উত্তরীয় পরিয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আইটি বিশেষজ্ঞ, আওয়ামী লীগ নেতা মাহবুব রহমান রুহেল ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান। এসময় প্রবীণ আওয়ামী লীগ নেতারা সবার সামনে দলের অতীত কার্যক্রম নিয়ে স্মৃতিচারণ করেন।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক একে এম জাহাঙ্গীর ভুইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন আইটি বিশেষজ্ঞ আওয়ামী লীগ নেতা মাহবুব রহমান রুহেল, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুব রহমান রুহেল বলেন,এখন কিছু মুখোশধারীও বের হয়েছে। তারা দলের ভাবমূর্তি নষ্টের পাশাপাশি দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে আওয়ামী লীগের আবারো ক্ষমতায় এনে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করতে হবে।উন্নয়ন সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে নৌকার বিজয়ের মাধ্যমে দেশ উন্নত রাষ্ট্রে পরিণত করতে হবে।