চট্টগ্রামের মিরসরাই উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য ‘ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২১ফেব্রুয়ারী) সকাল ১০ ঘটিকায় মিরসরাই উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে ক্লাবের সভাপতি নয়ন কান্তি ধুমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবির আহম্মদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা সাবেক ছাত্রনেতা শেখ আবদুল্লাহ, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আবদুল মান্নান রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক অজয় কুমার দাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সানোয়ারুল ইসলাম রনি, উন্নয়ন ও প্রশিক্ষণ সম্পাদক কামরুল হাসান, সদস্য এমদাদুল হক ভূঁইয়া প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সূচনা হয়েছে মূলত ভাষা আন্দোলন থেকে। বায়ান্নর বীর শহীদরা স্বাধীনতার বীজ বপন করে গেছে। পশ্চিম পাকিস্তানের শাসক শ্রেনীর লোকজন শোষন করেছে চব্বিশ বছর। যার ফলে একাত্তরের মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হয়েছে। শহীদের রক্ত বৃথা যায়নি। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।