চট্টগ্রামের মিরসরাইয়ে শ্রমিক নেতা ইউসুফের দায়েরকৃত মামলায়
বাংলাদেশ জামায়াতে ইসলামী জোরারগঞ্জ থানার আমীর মাওলানা নুরুল হুদা হামিদী ও চট্টগ্রাম উত্তর জেলার অফিস সম্পাদক অধ্যাপক ফজলুল করিম সহ জোরারগঞ্জ থানায় গত ১৬ সেপ্টেম্বর বিএসআরএম এলাকায় মিছিলকে কেন্দ্র করে দায়েরকৃত একটি মামলায় ১৪ জন নেতা কর্মীকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) হাইকোর্টে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। আসামী পক্ষে জামিন আবেদন করেন বারের সাবেক সিনিয়র সহসভাপতি এডভোকেট জালাল উদ্দীন ভুঁইয়া।
জামিন প্রাপ্ত অন্যরা হলেন, জোরারগঞ্জ থানার সেক্রেটারি মো. মাইন উদ্দিন, থানা শুরা ও কর্মপরিষদ সদস্য মো. ফারুক, শ্রমিক কল্যাণ ফেডারেশন জোরারগঞ্জ থানা সভাপতি মো. আবু তাহের, থানা পেশাজীবি বিভাগের সহ সম্পাদক মো. নুরুল আলম, বারইয়ারহাট পৌরসভা সেক্রেটারি মো. নুর উদ্দিন সজীব, শ্রমিক কল্যাণ ফেডারেশন জোরারগঞ্জ থানা সাংগঠনিক সম্পাদক মো. রেদোয়ানুল হক, যুব বিভাগ ২ নং হিঙ্গুলী ইউনিয়ন শাখার সভাপতি মো. মিজানুর রহমান, শ্রমিক নেতা মো. মাসুদ করিম, ইলিয়াস ও আবুল কাশেম প্রমুখ।