চট্টগ্রামের মিরসরাই পৌর পূজা উদযাপন পরিষদের অভিষেক, পরিচিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন মাসে পূজা-পার্বন উদযাপনের জন্য গঠিত এ কমিটি’র আনুষ্ঠিক অভিষেক সম্পন্ন হয়।
শুক্রবার (১৩ অক্টোবর ) বিকাল ৪ টায় মিরসরাই সদরের কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সৈকত ধরের সঞ্চালনায় ও সভাপতি শঙ্কর শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন। সভা শেষে নবনির্বাচিত কমিটির নেতাদের শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিতাই প্রসাদ ঘোষ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বিপুল দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, উপজেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি পরিমল কর্মকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজল চন্দ্র শীল প্রমুখ।
মিরসরাই পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সৈকত ধর জানান, নবগঠিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের ৫০জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।