চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের হাবিলদার বাসা এলাকায় অবস্থিত জয়পুর পূর্বজোয়ার অঙ্কুরের নেছা ওবায়দুল হক উচ্চ বিদ্যালয় পরিচলনা পরিষদের পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ১ নং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও মিরসরাই উপজেলা নাগরিক কমিটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি মিরসরাই উপজেলার একাধিক ক্রীড়া ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।
এনায়েত হোসেন নয়ন জয়পুর পূর্বজোয়ার অঙ্কুরের নেছা ওবায়দুল হক উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেন।
চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, ‘একাধিকবার অত্র বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছি। বিদ্যালয়ের অভিভাবক সদস্যবৃন্দ এবং টিআর সদস্য বৃন্দ আমাকে সভাপতি মনোনীত করায় তাদের প্রতি কৃতজ্ঞ। পূর্বেও বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের কাজ করেছি ভবিষ্যতেও স্কুলের উন্নয়নে কাজ করে যাবো ।