মিরসরাই পৌরসভা ৫ নং ওয়ার্ড মোমিনটোলা মীর হাউজিং সোসাইটি সড়ক অবশেষে আরসিসি ঢালাই সম্পন্ন হয়েছে।
জানাগেছে, মঙ্গলবার (১লা আগষ্ট) সকালে মীর হাউজিং সোসাইটি সড়কের আরসিসি ঢালাই উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,মিরসরাই পৌরসভার প্যানেল মেয়র (২) কাউন্সিলর জহির উদ্দিন, পৌরসভার সহকারী প্রকৌশলী প্রদীপ চন্দ্র রায়, ওবায়দুল হক রিপু প্রমুখ। দিনের মধ্যে শেষ হয় সড়কের ঢালাই কাজ। ১২১ মিটর দৈর্ঘ্য এই সড়কের জন্য এলজিসিআরআরপি ( কোভিড) প্রকল্পের আওতায় প্রায় ১১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। নিপা এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কের উন্নয়ন কাজ পায়। এই প্রকল্প বাস্তবায়নে ছিলো মিরসরাই পৌরসভা।
মিরসরাই পৌরসভার অভিজাত আবাসিক এলাকা হিসেবে পরিচিত মীর হাউজিং সোসাইটি এবং মোমিনটোলার বাসিন্দারা দীর্ঘদিন সড়কের বেহাল দশার কারনে দুর্ভোগের শিকার হন। ভুক্তভোগীরা পৌরসভার হোল্ডিং ট্যাক্স দিয়ে আসলেও যোগাযোগ ব্যবস্থা চলাচলের অনুপযোগী হওয়ায় বারবার সড়ক সংস্কারের দাবি জানান কতৃপক্ষের নিকট। অবশেষে জনগনের চাহিদা মতো সড়ক উন্নয়ন করার সোসাইটির বাসিন্দারা খুশি। তারা পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর জহির উদ্দিন প্রতি কৃতজ্ঞতা জানান।