চট্টগ্রামের মিরসরাইয়ের সমুদ্র উপকূলে গড়ে ওঠা বঙ্গবন্ধু শিল্পনগরের ৪টি শিল্প কারখানা ও বেজার প্রশাসনিক ভবনসহ ২০ কিলোমিটার দীর্ঘ শেখ হাসিনা সরণি এবং ২৩০ কেভিএ গ্রিডলাইন ও সাবস্টেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২০ নভেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল অঞ্চলের চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন। অনুষ্ঠানের শুরুতেই অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের কার্যক্রমের ওপর ভিডিও প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভূমিমন্ত্রী সাইফুর রহমান চৌধুরী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
এসময় ব্যবসায়ীদের উদ্দেশ্য করে সরকারপ্রধান শেখ হাসিনা বলেন, “এখন আর হাওয়া ভবন নাই যে আপনাদের পাওনা দিতে হয়। আপনারা মানুষের কল্যাণে কাজ করবেন। মানুষের কল্যাণে কাজ করলে আওয়ামী লীগ সরকারকে আপনাদের সহযোগী পাবেন।
কৃষিজমি বাঁচাতে হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “কারণ আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাদের খাবার দিতে হবে। কৃষি নিয়ে গবেষণা করে খাদ্য উৎপাদন বৃদ্ধি করছি। খাদ্য উৎপাদন অব্যাহত রাখার পাশাপাশি শিল্পায়ন করতে হবে। যত্রতত্র যেন শিল্প গড়ে না ওঠে।
আমি দেখেছিলাম, ভালো কৃষি জমি, যেখানে তিনটা ফসল হতো, সেই জমি নষ্ট করে শিল্প-কারখানা গড়ে দাবি করত বিদ্যুৎ দেন, গ্যাস দেন, পানি দেন। এটা সম্ভব না। এই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে-সেখানে শিল্প গড়তে পারবে না। তিন ফসলি জমি কোনো মতে নষ্ট করা যাবে না। পাশাপাশি যে অঞ্চলে শিল্প গড়ে উঠবে, যারা জমি দেবেন, তাদের পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এই বিষয়গুলো অবশ্যই দৃষ্টি দিতে হবে।”