কেয়ার টেকার সরকারের অধীনে নির্বাচন ও সরকারের পদত্যাগ দাবীতে চলমান আন্দোলনের দ্বিতীয় দফায় টানা ৪৮ ঘন্টা অবরোধের প্রথমদিন মিরসরাইয়ে পৃথক পৃথক সময়ের ঝটিকা মিছিল করেছে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা কর্মীরা।
রোববার (৫ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া পান্তারপুকুর এলাকায় মিছিল করেছেন মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী’র সমর্থকরা। মিছিলে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আলা উদ্দিন ও যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ নেতৃত্বে দিয়েছেন। মহাসড়কের বিএসআরএম ও মিঠাছড়া এলাকায় সকাল সাড়ে ৮টা নাগাদ মিছিল করেছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান সমর্থকরা। উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন ও সাবেক ছাত্রনেতা মোজাম্মেল হোসেন মিছিলের নেতৃত্ব দিয়েছেন। তবে খুব একটা সময় অবস্থান নিতে পারেনি তারা।
এদিকে অবরোধে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে উপজেলা প্রশাসনের সমন্বয়ে পুলিশ ও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছেন।
মিরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান বলেন, যে কোন ধরনের নাশকতা এড়াতে ও জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ন জায়গায় অবস্থানে রয়েছে পুলিশ ও বিজিবি। এখনো পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।