মিরসরাই বেবী টেক্সী সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় উপজেলার হিঙ্গুলী বাজারে সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি নুর নবীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী পরিচালক সাব্বির ভূঁইয়া, সংগঠনের উপদেষ্টা ইফতেখার উদ্দিন পিন্টু, সাংবাদিক কামরুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন ভূঁইয়া, সাবেক কর্মকর্তা শাহজাহান খান।
এই সময় শ্রমিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ মোস্তফা, মোঃ আবদুল হামিদ রিপন সহ অন্যান্যরা।
সংগঠনের নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নুর করিমকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অন্যান্য সদস্যরা হলেন আলমগীর হোসেন, সামসুদ্দীন, রাসেল, জাফর উদ্দিন, আনোয়ার, রেজাউল করিম।
উক্ত কমিটি আগামী ৩ মাসের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবেন।
উল্লেখ্য এই সংগঠন ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়ে অধ্যাবধি কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনের রেজিস্ট্রেশন নং – চট্ট-২৪১১।