মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি হাইচ গাড়ি সড়কের পাশে কালভার্টের সাথে ধাক্কা লেগে প্রাণ হারালেন ঠাকুরগাঁও জেলার রাণীসংকৈল থানার সদ্য বিদায়ী ওসি জাহিদ ইকবাল (৪৬)। রাণীসংকৈল থানা থেকে বদলি হয়ে সর্বশেষ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ শাখায় পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন জাহিদ ইকবাল। একই ঘটনায় তার বোন ভাগিনাসহ আরও ৭ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮ ঘটিকায় দিকে উপজেলার কমলদহ এই দুর্ঘটনা ঘটে। এতে আরো একটি প্রাইভেটকার গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে।
নিহত ওসি জাহিদ ইকবাল বাংলাদেশ পুলিশের ২৭তম ব্যাচের ক্যাডেট (এসআই)।
জানা গেছে নিহতের স্ত্রী রেশমাও একজন পুলিশ পরিদর্শক।নিহত জাহিদ ইকবাল তার দুই বোন ও বোনের ২ ছেলে এবং নিজের ছেলে তাহসিনকে কুষ্টিয়া থেকে বান্দরবান যাচ্ছিলেন। স্ত্রী রেশমা ও তার মেয়ে এই ট্যুরে ছিলেন না। আহত ছেলে তাহসিন শঙ্কামুক্ত আছে।
ওসি জাহিদের দুই বোনের অবস্থাও আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায় হাইস গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কালভার্টের সাথে ধাক্কার পরে ওই হাইচ গাড়িটি সড়কে পড়ে থাকলে পেছন থেকে আরেকটি প্রাইভেটকার গাড়ি ধাক্কা দেয়। এতে হাইসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হাইসে থাকা এক পুলিশ সদস্য নিহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে সীতাকুণ্ডের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।
কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. শাহাদাত হোসেন জানান, হাইচ গাড়িতে ৮ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে বান্দরবনের উদ্দেশে যাচ্ছিল। কালভার্টের সাথে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা এক পুলিশ সদস্য নিহত হন। গাড়িতে থাকা আরও ৭ যাত্রী গুরুতর আহত হয়। নিহত পুলিশ সদস্যের লাশ আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দূর্ঘটনাকবলিত গাড়ি দু’টি পুলিশের হেফাজতে রয়েছে।