চট্টগ্রামের মীরসরাই উপজেলা র জোরারগঞ্জ থানা এলাকার বাজারে রমজান মাস উপলক্ষে সকল প্রকার নিত্য পন্যের দাম বৃদ্ধি প্রতিরোধে বাজার পর্যবেক্ষণ করেছেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন।
সোমবার (১৮ মার্চ) উপজেলার বারইয়ারহাট পৌর বাজারসহ বিভিন্ন বাজারে দ্রব্যের দোকানগুলোতে এই পর্যবেক্ষণ করা হয়।
এসময় চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মীরসরাই সার্কেল) মো. মনিরুল ইসলাম সহ জোরারগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাজার পর্যবেক্ষণে প্রতিটা মুদি দোকান, শাক-সবজি, মাছ-মাংস, বিভিন্ন জাতের মুরগির দোকান পর্যবেক্ষণসহ সঠিক ওজন দেয়া, মেয়াদ উত্তীর্ণ দ্রব্য বিক্রি না করা এবং দ্রব্যের দৈনিক মূল্য তালিকা রাখার পাশাপাশি কেউ যেন দ্রব্যমূল্য নিয়ে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেবিষয়ে নির্দেশনা দেয়া হয়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, রমজান মাস উপলক্ষে চট্টগ্রাম পুলিশ সুপারের নির্দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধে দ্রব্যের দোকানগুলোতে পর্যবেক্ষণসহ বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়। অন্যথায় আইনি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে। পুরো রমজান মাসব্যাপী জোরারগঞ্জ থানা পুলিশের এই পর্যবেক্ষণ পুরো রমজান মাস এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান ।