উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের পূর্ব মলিয়াইশ গ্রামের কাজিম উদ্দিন হাজ্বী বাড়ী প্রকাশ সাধুর বাজারের মাইজ্জা সওদাগরের বাড়ীতে গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৭ পরিবারের মাঝে আর্থিক সহায়তা করা হয়েছে। বুধবার (৭ জুন) বিকেলে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারের সদস্যদের হাতে নগদ ৫ হাজার টাকা করে ৮৫ হাজার টাকা তুলে দেন মীরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী।
আর্থিক সহায়তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাইনুদ্দিন মাহমুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, সদস্য দিদারুল আলম মেম্বার, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলা উদ্দিন, মিঠানালা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এডভোকেট সাখাওয়াত হোসেন, চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ, যুবদল নেতা এসএম সালাউদ্দিন সেলিম,যুবদল নেতা মিল্লাত, নুর উদ্দিন সেলিম, বাপ্পী চৌধুরী,আব্দুল মন্নান কাতু, ছাত্রদল নেতা আরিফ নাজমুল প্রমুখ।
প্রসঙ্গত গত রবিবার (৪ জুন) রাত সাড়ে ১২ টার সময় মামুনের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ওই বাড়ির ১৭ পরিবারের নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, ফ্রিজ, জায়গা জমির কাগজপত্র সহ পুড়ে প্রায় ৫০ লক্ষাধিক টাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।