চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে জমি ভরাটের দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৮ জুলাই) বিকেলে উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের নেয়ামত উল্ল্যার ছেলে আনোয়ার হোসেনকে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী। অভিযানে সহযোগিতা করেন জোরারগঞ্জ থানা পুলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী বলেন, দেওয়ানপুর গ্রামের সড়কের পাশে বালু উত্তোলন করে নবনির্মিত সেতু ক্ষতিগ্রস্ত করছে সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুয়ায়ী সংশোধন ২০২৩ অনুয়ায়ী তাঁর বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।