চট্টগ্রামের মীরসরাইয়ে গণসংবর্ধনা দেয়া হয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের নবগঠিত কমিটিতে স্থান পাওয়া মীরসরাই’র নেতৃবৃন্দ।
শুক্রবার (২৩ জুন) সকালে বড়দারোগাহাট থেকে গাড়ি বহর নিয়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাসির উদ্দিন দিদার, সহ-সভাপতি জাবেদ ইকবাল, যুগ্ম সম্পাদক মোঃ আবু তাহের ও আলমগীর আজাদকে বরণ করে নেয়া হয়।
পরে উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন দিদারের বাড়িতে গণসংবর্ধনার আয়োজন করেন জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ।
সংবর্ধনা অনুষ্ঠানে জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ রেজাউল করিম মাষ্টারের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাহেদুল ইসলাম সুজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মীরসরাই পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল দেওয়ানজী, ধুম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দিন ইরান, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন মান্না, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন অপু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন ইমন, জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাহেদ বিন কামাল, সাধারণ সম্পাদক শেফায়েত হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড কমিটির সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে নাসির উদ্দিন দিদার ও মোঃ আবু তাহের বলেন, উত্তর জেলার আওতাধীন সকল উপজেলার নেতৃবৃন্দকে একসাথে নিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় নিয়ে আসতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো ।
স্মার্ট বাংলাদেশ গঠন করতেসারা দেশে নৌকার প্রার্থীকে বিজয় করোন