সনাতন বিদ্যার্থী সংসদ মীরসরাই উপজেলা শাখার বিদ্যার্থী বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরন,সাংস্কৃতিক অনুষ্ঠান,আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান শনিবার (১৭ ই ডিসেম্বর) শ্রী শ্রী মহামায়া মন্দিরে অনুষ্ঠিত হয়। মোমবাতি প্রজ্জলন ও শঙ্খধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন হয়।
সবিস সভাপতি শ্রী গোপী কুমার দাশ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্রী রিপন গোপ পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য শ্রী বিপুল কান্তি দত্ত। প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগ এর প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদ এর সদস্য শ্রী প্রদীপ রঞ্জন চক্রবর্ত্তী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সনাতন বিদ্যার্থী সংসদ বাংলাদেশ প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী কুশল বরণ চক্রবর্ত্তী। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা পূজা উতযাপন পরিষদের সভাপতি শ্রী সুভাষ সরকার, উপদেষ্ঠা শ্রী পলাশ কান্তি দে, শ্রী সমীর শর্মা, জন্মাষ্টমী উদযাপন পরিষদ এর সভাপতি শ্রী পরিমল কর্মকার, সহ-সভাপতি শ্রী রতন দাশ রাখাল, পূজা পরিষদ এর সাধারণ সম্পাদক শ্রী সজল শীল, উপজেলা জোগীশিক এর সভাপতি শ্রী শংকর শর্মা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সনাতন বিদ্যার্থী সংসদ চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক শ্রী রিগ্যান নাথ এবং ঢাকা রোকেয়া হল সবিস সভাপতি ও ছাত্রলীগ এর ধর্ম বিষয়ক সম্পাদিকা শ্রীমতি অর্পিতা ঘোষ। অনুষ্ঠানে উক্ত বৃত্তি পরীক্ষায় কৃতকার্য ২০৪ জন শিক্ষার্থীকে সম্মাননা পদক,প্রশংসা পত্র ও গীতা প্রদান করা হয়।