মীরসরাই প্রতিনিধিঃ মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের ১০ কমিটি’র প্রতিনিধি সভা সম্পন্ন। ২৩ নভেম্বর (বুধবার) করেরহাট স্কুল মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ সেলিম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য মাহবুবুর রহমান রুহেল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গির কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভুঁইয়া, সহ-সভাপতি শাখাওয়াত উল্ল্যাহ রিপন, যুগ্ন সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ইমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক আলতাফ হোসেন,করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভুঁইয়া, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুদ করিম রানা, সহ ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ।
এই সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উন্নয়ন সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে টেকসই উন্নয়নের বিকল্প নেই। ফসলের ঘাটতি পূরণে ফসলি জমি অনাবাদি ও নষ্ট করা যাবে না। আগামী বিশ্বের চ্যালঞ্জ মোকাবেলা নতুন প্রজন্মকে আইটি ও কারিগরি শিক্ষায় বিশেষ দক্ষতা অর্জন করতে হবে। সেই সরকার কাজ করছে। দক্ষ জনশক্তি উন্নয়নের দেশের উন্নয়নের কারিগর।