মীরসরাইয়ে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
২৮ জানুয়ারী রোজ শনিবার বিকাল ৩ ঘটিকায় কাটাছরাস্থ এসোসিয়েশন এর অস্হায়ী কার্য্যালয়ে এসোসিয়েশন এর সভাপতি মোঃ ফেরদাউস আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আকবর হোসেনের সঞ্চালনায় ৫ জন শিক্ষার্থীর মাঝে ব্যাগ, খাতা, কলম সহ শিক্ষা বিতরণ করা হয়।
উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ- সাধারণ সম্পাদক নুরুল আবছার ভূঁইয়া রাজু, প্রচার সম্পাদক নাহিদুল হক ইমু, কার্যনির্বাহী পরিষদের সদস্য আবু ছালেক মিয়াজী, মোঃ তারিকুল ইসলাম তারিফ, সোহরাব হোসেন, এমদাদ হোসেন টিটু, আকাশসহ প্রমুখ।
সভা শেষে এসোসিয়েশন এর সভাপতি ফেরদাউস আলম বলেন মানবিক সামাজিক কাজে কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন সব সময় অগ্রনী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতে এ ধারা অব্যহত থাকবে।