গাছ লাগাই পরিবেশ বাঁচাই’ ‘সবুজে সাজাই মীরসরাই’ স্লোগানে সামনে রেখে চট্টগ্রাম জেলা প্রশাসনে উদ্যোগে চট্টগ্রাম জেলায় ২৩ লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচী অংশ হিসেবে মীরসরাই উপজেলা প্রশাসন কর্তৃক ফলদ, বনজ ও ঔষধি দেড় লক্ষ চারা বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে জোরারগঞ্জ ইউনিয়ন স্কুল মাঠে একযোগে উপজেলা ১৬টি ইউনিয়ন ২টি পৌরসভা সহ বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৫০ প্রজাতির চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই সংসদ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন এর সভাপতিত্বে উপজেলা সেচ্ছাসেবী সংস্থা সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন ও সাধারণ সম্পাদক হাসান সাইফ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুবেল, মীরসরাই সার্কেল এর সহকারী পুলিশ সুপার মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর ভুঁইয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভুঁইয়া সহ উপজেলা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।