মীরসরাইয়ে ১৫৮ জন নারী কর্মীদের মাঝে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির চেক বিতরণ করা হয়েছে। বুধবার (২১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ শীর্ষক প্রকল্পের (আরইআরএমপি-৩) নারী কর্মীদের জমাকৃত সঞ্চয়ী ১ কোটি ৬৪ লক্ষ ২৪ হাজার ২৫৩ টাকার চেক ও সনদপত্র বিতরণ করা হয়।
চেক ও সনদপত্র বিতরণ করা অনুষ্ঠান উপজেলা প্রকৌশলী (এলজিইডি) রনি সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন। এই সময় সহকারী কমিশনার (ভুমি) প্রশান্ত চক্রবর্তী, উপজেলা মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ সহ উপজলার প্রকৌশলী অফিসে কর্মরত প্রকশলীগণ ও পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি প্রকল্পের নারী কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) রনি সাহা বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে আরইআরএমপি-৩ প্রকল্পটি ২০২০ সালের জুলাই মাসে শুরু হয় চলতি বছরের জুন মাসে শেষ হয়। সমাজের পিছিয়ে পড়া নারী, বিধবা বা নারী প্রধান পরিবারর দারিদ্র্য বিমাচনের লক্ষ্যে আর্থ ও সামাজিক উন্নয়ন এই প্রকল্প পরিচালিত হয়। বছরব্যাপী রাস্তার রক্ষণাবেক্ষণ করা, বৃক্ষরোপন করা, নিজস্ব আয় বৃদ্ধির জন্য প্রদত্ত প্রশিক্ষন অংশগ্রহন করা সহ তাদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
আরইআরএমপি-৩ প্রকল্প কর্মীদের মাসের সকল বিবেচনায় ২৫০ টাকা হারে পারিশ্রমিক দেওয়ার পাশাপাশি দৈনিক ৭০ টাকা সঞ্চয় হিসেবে নির্বাহী প্রকৌশলীর সহিত যথা হিসাব জমা করা হয়। প্রকল্প শেষ সঞ্চয়ের টাকা কর্মীদের মাঝে বিতরণ করা হয়।