শুভ মহালয়া ও শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে সনাতন বিদ্যার্থী সংসদ বাংলাদেশ কর্তৃক সারা বাংলাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে। তারই নিরিখে সনাতন বিদ্যার্থী সংসদ মীরসরাই উপজেলা শাখার উদ্যেগে শাস্ত্রীয় বৃত্তি পরীক্ষা (হিন্দু ধর্ম ও নৈতিক পাঠ্য বই এবং গীতা ও শ্রীশ্রী চন্ডী) মীরসরাইতে সম্পন্ন হয়েছে। শুক্রবার ২৯ সেপ্টেম্বর মীরসরাই উপজেলার মিঠাছরা উচ্চ বিদ্যালয়, মীরসরাই সরকারী মডেল উচ্চ বিদ্যালয়, জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়, করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়, বারৈয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারহাট নজরআলী রুপজান উচ্চ বিদ্যালয় মোট ৬ টি কেন্দ্রে প্রায় ২৫০০ জন শিক্ষার্থীর অংশগ্রহনে উক্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। যা সারা বাংলাদেশের মধ্যে টানা ২য় বারের মত সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত হয়। এবারের পরীক্ষায় ‘গ’ বিভাগ থেকে ৯২ বছর বয়সী একজন বৃদ্ধা, ৮২ বছর বয়সী একজন বৃদ্ধ ও ৭৬ বছর বয়সী ৩ জন বৃদ্ধা এবং ৬৫ বছর উর্ধ্ব বয়সী আরো ২৩ জন পরীক্ষার্থী এই বিদ্যার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করেন যেটি সারা বাংলাদেশের মধ্যে একটি আলোড়ন সৃস্টি করেছে। ৯২ বছর বয়সী বৃদ্ধার সাথে একই কেন্দ্রে ছিলো তার ৬৬ বয়সী ছেলে পরিক্ষার্থী।
উক্ত বিদ্যার্থী বৃত্তি পরীক্ষায় বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন মীরসরাই পূজা উদযাপন পরিষদ এর সভাপতি শ্রী সুভাষ সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মীরসরাই এর আহ্বায়ক শ্রী সুদর্ষন রায়, জন্মাষ্টমী উদযাপন পরিষদ মীরসরাই উপজেলা সভাপতি শ্রী পরিমল কর্মকার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ মীরসরাই এর সদস্য সচিব শ্রী আশীষ দাশ, মীরসরাই উপজেলা প্রেসক্লাব সভাপতি শ্রী বিপুল দাশ, মীরসরাই পূজা উদযাপন পরিষদ সহ-সভাপতি শ্রী জহরলাল নাথ অভি, সনাতন বিদ্যার্থী সংসদ মীরসরাই সভাপতি শ্রী গৌপি কুমার দাস, সনাতন সংঘটন মীরসরাই সভাপতি শ্রী বাবুল সেন, গীতা স্কুল পরিচালনা পরিষদ মীরসরাই সভাপতি শ্রী অসিম সেন।
পরীক্ষা শেষে ৪নং কেন্দ্র মিঠাছরা উচ্চ বিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদ মীরসরাই এর সাধারণ সম্পাদক শ্রী রিপন গোপ পিন্টুর সঞ্চালনায় ও সহ-সভাপতি শ্রী ঝিন্টু গোপ এর সভাপতিত্বে বিদ্যার্থী বৃত্তি পরীক্ষায় আগত পরিক্ষার্থীদের ‘মা’ দেরকে নিয়ে মাতৃ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সবিস মীরসরাই উপজেলা শাখার সম্মানিত পৃষ্ঠপোষক ও জন্মাষ্টমী উদযাপন পরিষদ এর সভাপতি শ্রী পরিমল কর্মকার।